সোনার দামে লাগাম টানতেই দোকানে বাড়ছে ক্রেতার ভিড় : Gold Silver Rate Today

Ajker Sona Rupar dam (আজকের সোনা রুপার দাম)– আজ 15th August 2023 মঙ্গলবার সোনা দাম অপরিবর্তনীয় থাকলেও রুপার দাম বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায়। আসুন দেখে নেওয়া যাক আজকের সোনা রুপার দাম।

যখনি ইনভেস্টমেন্টের বিষয় আসে তখনি আমরা প্রথমে সোনা রুপাতে ইনভেস্টের বিষয়ে ভাবি।অথবা কোনো প্রিয় মানুষকে কিছু গিফট দেবার বিষয় এলে আমরা সোনা বা রুপার কথা মাথায় / মনে নিয়ে আসি। যেমন জন্ম দিন, অন্নপ্রাশন, বিয়ে, বৌভাত, আবার প্রেমের গিফট দিতে হলেও এই উজ্বল চকচকে ধাতুগুলির বিষয় মাথায় আসে।

এই ধাতু গুলি কিনতে হলে এদের দাম জানাটা অবশ্যই প্রয়োজন। কারণ এই ধাতু গুলির দাম নিয়মিত হ্রাস বৃদ্ধি হয়। আবার এই হ্রাস বৃদ্ধি আমাদের দেশে ভিন্ন শহরে ভিন্ন।কারণ ট্যাক্সের পরিমান ভিন্ন রাজ্যে ভিন্ন এবং ভিন্ন রাজ্যে এই উজ্জ্বল ধাতুর চাহিদাও ভিন্ন। কারণ ভিন্ন রাজ্যে ভিন্ন সময়ে ভিন্ন উৎসব হয় আর উৎসবকে কেন্দ্র করে চাহিদাও ওঠা নামা করে। আবার আমাদের দেশে এই সোনা রুপার দাম আন্তর্জাতিক বাজারের ওপরেও নির্ভর করে।কারণ আমাদের দেশ প্রাকৃতিক সোনা ও রুপা তে স্বয়ং সম্পূর্ণ নয়। আমাদের দেশকে সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়।সেই অনুযায়ী আন্তর্জাতিক বাজারে এর চাহিদার ওপরেও এর দাম নির্ভর করে।

সোনার গহনা কেনার সময়ে অবশ্যই হলমার্ক করা গহনা কেনা উচিত এবং  হলমার্ক করা সোনার গহনা কেনার সময় এই বিষয় গুলি অবশ্যই মনে রাখুন।

১)একটি BSI হলমার্ক নিশ্চিত বিশুদ্ধতা সম্পন্ন গহনা যদি কেউ কেনেন , বিশেষ ভাবে সেক্ষেত্রে সোনার সাথে অন্য ধাতুর মিশ্রনের পরিমান জানা যায়। তাই ক্রেতা জানতে পারে ২২ ক্যারেট সোনার গহনাতে ২২ ক্যারেট সোনা আছে।

২) ভারতে মাত্র ৩টি গ্রেডে হলমার্কিং করা হয়। ২২ ক্যারেট , ১৮ ক্যারেট , ১৪ ক্যারেট। সেই অনুযায়ী ২২ ক্যারেট সোনাকে সংশায়িত করা হয় 22k916 হিসাবে। আপনি যখন সোনা কিনছেন তখন এটি দেখে নিন

সোনার গহনা কেনার সময় যে বিষয় গুলি বিবেচনার

১) সোনা ক্যারেটে পরিমাপ করা হয়ে থাকে। সোনার দাম ও মজবুতিকে এটা প্রভাবিত করে। ২৪ ক্যারেট সোনা বলতে খাঁটি সোনা (৯৯.৯%) খাঁটি বোঝায়। ২২ ক্যারেট বলতে ৯১.৬% বিশুদ্ধতা বোঝায়। সোনার অলংকার কখনো ২৪ক্যারেট সোনা দিয়ে প্রস্তুত করা হয়না। কারণ সোনার সব থেকে খাঁটি রূপটি খুব নমনীয় তা দিয়ে গহনা প্রস্তুত করা যায়না। এর সাথে তামা, রুপা , নিকেল,বা জিঙ্ক মেশানো হয়।

২) সোনা কেনার সময়ে এর মেকিং চার্জের ওপরে নজর দিন। মেকিং চার্জ সাধারণত প্রতি গ্রামের ওপরে হয়।

আজ ১৫ই আগষ্ট মঙ্গলবার কলকাতায় সোনার দাম (Ajker sonar dam): (প্রতি ১০ গ্রাম )

পাকা সোনা (২৪ ক্যারেট বাট ):      ৫৯৩৫০ টাকা।

খুচরো পাকা সোনা (২৪ ক্যারেট ):  ৫৯৬০০ টাকা।

হলমার্ক সোনা (২২ ক্যারেট ):         ৫৬৭০০ টাকা।

আজ ১৫ই আগষ্ট মঙ্গলবার কলকাতায় রুপোর দাম (Ajker rupor dam): (প্রতি কেজি)

রুপোর বাট :      ৭০৬৫০ টাকা।

খুচরো রুপো:      ৭০৭৫০ টাকা।